আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2800

বিবিধ

প্রকাশকাল: 29 সেপ্টে. 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম. আমার প্রশ্ন হলো যে, বর্তমান তরুণরা যে পারফিউম ব্যবহার করে তাতে অ্যালকোহল থাকে..এই পারফিউম ব্যবহার করেে সলাত আদায় করলে সলাত হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এলকোহল একটি কেমিক্যাল টার্ম, এর দ্বারা সর্বদা মদ বুঝানো হয় না। পারফিউমে ব্যবহৃত এলকোহল সাধারণত মাদক হয় না, অনেক সময় বিষাক্ত হয়, যা পান করলে মাতাল না হলেও মৃত্যু হতে পারে। এ ধরনের এলকোহল মিশ্রিত পারফিউম ব্যবহার বা এলকোহল মিশ্রিত পানি দিয়ে জীবানুমুক্ত হওয়া ইত্যাদি বৈধ। এতে দেহ বা পোশাক নাপাক হবে না। সালাত আদায় করা যাবে।