আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2770

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 আগস্ট 2013

প্রশ্ন

কতো টুকু সম্পদ থাকলে যাকাত দিতে হবে? জাকাতের পরিমান কত? ১ লাক টাকায় কতো জাকাত আসে?

উত্তর

শুধু স্বর্ণ হলে সাড়ে সাত ভরি হতে হবে, শুধু রোপা হলে সাড়ে বায়ান্ন ভরি হতে হবে, উভয়টি থাকলে সাড়ে বায়ান্ন ভরির রোপার টাকায় যে মূল্য সে পরিমান মূল্য হতে হবে। শতকারা আড়াই টাকা যাকাত দিতে হবে, ১ লাখ টাকায় আড়াই হাজার টাকা যাকাত দিতে হবে।