আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2769

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 আগস্ট 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। এক ব্যক্তি ইয়া রাসুলাল্লাহ বলে জিকির করছে। একাধারে করেই যাচ্ছে এটা কি জিকির?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এই শব্দে জিকির করা উচিৎ নয়। এভাবে জিকিরের কথা হাদীসে নেই।