আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2755

সুন্নাত

প্রকাশকাল: 15 আগস্ট 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। স্যার আমরা অনেক সময় জলসাতে বক্তা আসলে উঠে দারাই আদবের জন্য। এরকম কি উঠা যাবে? আর না উঠলে কি কন ক্ষতি হবে? প্লিয সুন্নাহ সম্মত জানাবেন? কারন জলসাতে যখন কন পিরজাদা,পিরের আওলাদ আসলে উথে দাড়াই কিন্তু অন্য কন আলেম আসলে উথিনা । এটা বেয়াদবি হয় তা?
সাহাবি,তাবেয়ি,ইমাম গন কি আরকম করতেন। প্লিজ সুন্নাত সম্মত দলিল জানালে উপক্রিত হব ইন্সশাল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না উঠলে কোন ক্ষতি নেই। তবে সম্মানীত মানুষদের সম্মানে দাঁড়ানো জায়েজ। হাদীসে এই বিষয়ে স্পষ্ট কিছু নেই। তবে ইমাম নববী وأما إكرام الداخل بالقيام، فالذي نختاره أنه مستحبّ لمن كان فيه فضيلة ظاهرة من علم أو صلاح أو شرف أو ولاية مصحوبة بصيانة، أو له ولادة أو رحم مع سنّ ونحو ذلك، ويكون هذا القيام للبِرّ والإِكرام والاحترام সম্মানের জন্য কোন ব্যক্তি আসলে উঠ দাঁড়ানো জায়েজ। (সংক্ষেপিত)। আল-আজকার, ১/৪২৪।