আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2754

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 আগস্ট 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম আমার শাশুড়ী তার পিতার বাড়িতে যে জমি পেয়েছে তর মূল্য ৩০লক্ষ টাকার উপরে কিছূ জমি বিক্রি করে মসজিদ মাদ্রাসায় দান করেছেন ছেলে মেয়েকে দিয়েছেন এব: সংসারের প্রয়োজনে খরচ করেছেন। এখনো যে জমি আছে তর মূল্য ২০ লক্ষ টাকার উপরে। এমতাবস্থায় আমার শাশুড়ীর উপর হজ্জ ফরজ কিনা?তিনি শারিরিক ভাবে হজ্জ করতে অক্ষম এখন যদি তিনি বদলি হজ্জ না করিয়ে সন্তানদেরকে ওসিয়াত করে যান এটা তার জন্য বৈধ্য হবে কিনা? তার ওসিয়াত মানা সন্তানদের জন্য কতটুকু জরুরী।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শারীরিকভাবে অক্ষম ব্যক্তির উপর হজ ফরজ নয়। তবে কথা হলো তিনি যদি সুস্থ থাকা অবস্থাতেই ঐ টাকার মালিক হন তাহলে ঐ সময় তার উপর হজ্জ ফরজ হয়েছে। সেক্ষেত্রে বদলী হজ্জ করানো আবশ্যক। সন্তানদের ওসিয়ত করে গেলে তার ওসিয়াতনামা মানা সন্তানদের জন্য আবশ্যক।