আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2746

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 আগস্ট 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুুম। 1) হাত ও পায়ের নখ কাটার কোন সুন্নত সম্মত পদ্ধতি থাকলে জানালে কৃতজ্ঞ হব। 2) আল্লাহকে ভয় করা বলতে কুরআন সুন্নাহে কি বুঝানো হয়েছে?
3) যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাদে, তাকে জাহান্নামে দেওয়া ঐরকমের অসম্ভব যেইরকম গাভি দহনের পর পুনরাই দুধ ঢুকানো অসম্ভব । এই হাদিসের সনদ ও মতন জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাত ও পায়েক নখ ডান দিক থেকে কাটা শুরু করবেন। এই বাইরে কোন পদ্ধতি সুন্নাতে স্পষ্ট কের বলা হয় নি। ২। আল্লাহকে ভয় করা বলেতে হালাল-হারাম বেঁছে চলা, বেশী বেশী আল্লাহর জিকির করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, গোনাহ হয়ে গেলে তওবা করা ইত্যাদি বুঝায়। ৩। হাদীসটি সনদ ও মতনসহ তিরমিযী থেকে দিয়ে দিলাম। হাদীস নং ১৬৩৩ 1633 – حدثنا هناد حدثنا ابن المبارك عن عبد الرحمن بن عبد الله المسعودي عن محمد بن عبد الرحمن عن عيسى بن طلحة عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم لا يلج النار رجل بكي من خشية الله حتى يعود اللبن في الضرع ولا يجتمع غبار في سبيل الله ودخان جنهم قال ابو عيسى هذا حديث حسن صحيح و محمد بن عبد الرحمن هو مولى أبي طلحة المدني قال أبو عيسى هذا حديث حسن صحيح قال الشيخ الألباني : صحيح