আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2745

রোজা

প্রকাশকাল: 5 আগস্ট 2013

প্রশ্ন

আমি যদি বাত রুমে বা গোছলখানা রোজা বা রোজা না রেখে উল্গ হয়ে গোসল করি তাতে কি রোজা কোন সমস্যা হবে। ও অজু করি অজু কি হবে?

উত্তর

বাথরুমের ভিতরে উলঙ্গ হলে রোজা ও অজুর কোন ক্ষতি হবে না। মানুষের সামনে উলঙ্গ হলেও রোজা বা ওযুর ক্ষতি হবে না তবে কবিরা গুনাহ হবে।