আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2731

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 জুলাই 2013

প্রশ্ন

আমার বোনের স্বামী একটি ছোট চাকরি করেন / অল্প বেতনে তার সংসার চালাতে কষ্ট হয়/ বাবা জীবিত থাকায় বাবার সম্পত্তি এখনো পায়নি/ কারো কাছে সে সাহায্য চাইতে পারেনা/ প্রতি মাসে আমি তাকে অল্প সাহায্য করি/ এবার আমি তাকে জাকাত দিতে চাই/ দেয়া যাবে কিনা জানতে চাই/ উল্লেখ্য আমার বোনের নামে এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট আছে/ কিন্তু তার স্বামীর কোনো জমা টাকা নাই/

উত্তর

হ্যাঁ, আপনি তাকে যাকাতের টাকা দিতে পারবেন।