আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2730

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 জুলাই 2013

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম কোন মহিলার যদি হায়েজের চতুর্থ দিন সে দেখলো রক্ত পড়া বন্ধ। সে পাক পবিত্র হলো এবং রাতে স্বামী সহবাস করলো পরের দিন আবার রক্ত দেখলো এত কিসে গুনাহ গার হবে। সে তো ইচ্ছে করে হায়েজ অবস্থায় করতে চায় নাই। আমারা ২য় প্রশ্ন যে দেখা গেল এশার পর পর থেকে মাসিক এর রক্ত পড়া বন্ধ। ফজরের সময় পাক পবিত্র হয়ে নামাজ আদায় করবে নিয়তে ঘুমালে স্বামী সহবাস করলে কি গুনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হায়েজের চতুর্থ দিনে রক্ত বন্ধ হওয়ার পর যদি সে গোসল করে পবিত্র হয়ে যায় এরপর স্বামী সহবাস করে তাহলে গুনাহ হবে না। কারণ সে অনিচ্ছাকৃতভাবে এটা করেছে। ২। গোসল করার আগ পর্যন্ত সহবাস করা যাবে না।