আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2729

হালাল হারাম

প্রকাশকাল: 20 জুলাই 2013

প্রশ্ন

হযরত আহমদ ইবনে ইউনুস(রঃ)…..আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সাঃ) সূদখোর, সূদ দাতা,এর সাক্ষী এবং সুদের হিসাব/দলীল লেখক সকল কে অভিশাপ দিয়েছেন। আর তিনি এদের সবাই কে সমান অপরাধী বলেছেন। (আবু দাউদ,অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়ঃ ৩৩০০)
ভাই, আমি একটি কম্পিউটার এর দোকানে কাজ করি। বিভিন্ন ধরনের কম্পোজের কাজও করি কিন্তু এর মধ্যে বিভিন্ন ব্যাংকের কিছু লেখালেখির কাজ করা লাগে যেমন দরখাস্ত, বিভিন্ন হিসাবের ফরমেট, ঋণের চুক্তিপত্র ইত্যাদি। এখন আমার চিন্তা হয় যে আমিও কি উপরোক্ত হাদিসে আলোকে অভিশাপ এর অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা? এমতাবস্থায় আমার কি করা উচিত একটু জানাবেন। জাজাকাল্লাহ খইরন।

উত্তর

আপনি হাদীসে বর্ণিত গুনাগারদের মধ্যে শামিল হবেন বলে মনে হয় না, তবুও এগুলো সতর্কতাবশত ত্যাগ করাই শ্রেয়।