আসসালামুয়ালাইকুম,
১। আমার বাবা সাভারে একটি জায়গা আমার মায়ের নামে কিনে সেখানে বাড়ি বানান। বাবা মারা গেছেন। আমরা ৩ ভাই বোন, ভাই আমি একা আর ২ বোন। আমার মায়ের নামে একটি ফ্ল্যাট আছে। এখন মা বলেছেন ফ্ল্যাটটি আমাকে নিতে এবং সাভারের বাড়িটি যেন আমরা ৩ জন সমান ভাবে ভাগ করে নেই। এটা কি কুরআন হাদিস সম্মত? নাকি পিতা-মাতার সম্পত্তি ছেলে অর্ধেক আর বাকি অর্ধেক ২ মেয়ে পাবে? অথবা আপনাদের মতে শরয়ীয়াহ মোতাবেক উপায় কি? কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব ।