আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 270

নামায

প্রকাশকাল: 26 অক্টো. 2006

প্রশ্ন

মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমি একজন উনিভার্সিটির ছাত্র, হল এর মসজিদ এ নামাজ পড়ি কিন্তু আমাদের হলের মসজিদের ইমাম সাহেবের কুরআন তেলাওয়াত অশুদ্ধ। এক্ষেত্রে আমি একাকি ঘরে সালাত আদায় করলে সেটা জায়েজ হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। যদি ইমাম সাহেবের কুরআন পড়া এতটা অশুদ্ধ হয় যে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে আপনাকে জামাতে নামায পড়ার পর পূনরায় একাকী নামায পড়তে হবে। আর যদি অর্থ পরিবর্তন না হয় তাহলে জামাতে নামায পড়বেন। এবং নতুন করে নামায পড়ার প্রয়োজন নেই। সর্বক্ষেত্রে জামাত আবশ্যক।