আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 271

হালাল হারাম

প্রকাশকাল: 27 অক্টো. 2006

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমাকে অফিস এর কাজে মাঝে মাঝে দেশের বাইরে যেতে হয়। গত কিছু দিন আগে চায়না যেতে হয়েছিল। সেখানে গিয়ে আমরা যথা সম্ভব হালাল খাবার (বিশেষ করে মুস্লিম রেস্তুরা) খুজে খাবার চেষ্টা করেছি।কিন্তু একদিন সকালের নাস্তায় fried rice খাই যাতে শুকরের মাংশ ছোট ছোট করে দেয়া ছিল যা আমরা বুঝতে পারিনি। তবে আমাদের GUIDE এইটা বলার সাথে সাথে আমারা plate এর খাবার ফেলে দেই। আমারপ্রশ্ন হল আমাদের উক্ত অবস্থায় কি বমি করে যে অংশ খেয়েছিলাম তা ফেলে দেয়া উচিত ছিল? কেননা আমি এক হাদিসে শুনেছি আবু বকর (রা) একবার সদকার মাল ভুলে খেয়ে ফেলার পর জানতে পেরে বমি করে ফেলেছিলেন।আমার দিতীয় প্রশ্ন হল আমারা এই সকল দেশে গেলে চেষ্টা করি হালাল খাবার (বিশেষ করে পাওরুটি, কেক, বিস্কিট ইত্তাদি) খেতে। কিন্তু শুনেছি তারা শুকরের চরবি নানা খাবারে use করে, কিন্তু কোব কেকে বা রুটিতে করে তাতো জানা সম্ভব হয় না। সেখেত্রে এই সমস্ত পাওরুটি, কেক, বিস্কিট ইত্তাদি খাওয়া কি জায়েজ হবে? আল্লাহআপনাকেউত্তমপ্রতিদানদানকারুন। আমিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। হ্যাঁ। হারাম কোন কিছু খেলে বমি করে ফেলা উচিৎ। এমন পরিস্থিতিতে আপনি শুকনা খাবার খাবেন। শুকনা খাবারের প্যাকেটে উপকরণ লেখা থাকে সেটা দেখে নেবেন। হারাম কোন কিছু থাকলে খাবেন না। আর হারাম কোন কিছু না থাকলে আশা করি নাজায়েজ হবে না।