ওয়া আলাইকুমুস সালাম। এই বিষয়ে আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, ادْعُ إِلِى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ তোমার মানুষদেরকে হিকমতের সাথে এবং উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহর পথে ডাক। সূরা নাহল, আয়াত ১২৫। সুতরাং দাওয়াতের মানহাজ হবে মানুষকে হেকমতের সাথে ভাল ভাল কথা বলে ইসলামের দিকে আহ্ববান করা। প্রচলিত তাবলীগ ভাল কাজের মধ্যে আছে। তবে মানুষ হিসেবে ভুল-ত্রুটি সবারই হতে পারে।