আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2685

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 জুন 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। 1) আমি যদি পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হই। আমি ছাওয়াবের আশা করিনা। তাহলে কি আমার গুনাহ হবে। 2) নামাজের মধ্যে সর্বাধিক কতবার হাত সরিয়ে চুলকানো বৈধ হবে?
3) শবে মেরাজ এবং শবে বরাতে কি নির্দিষ্ট সালত আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পাপের কাজে আবার সওয়াবের নিয়তে উপস্থিত হবেন কিভাবে? ঐসব অনুষ্ঠানে কি সওয়াবের মত কোন কাজ হয়? ২। নির্দিষ্ট কোন সংখ্যা নেই। তবে আপনি নামাযের বাইরে রয়েছেন এমন দেখা যাওয়ার মত পরিস্থিতি যেন তৈরী না হয়। ৩। না, নির্দিষ্ট কোন সালাত নেই।