আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2647

জুমআ

প্রকাশকাল: 29 এপ্রিল 2013

প্রশ্ন

জুমার নামাজ যদি একজনের ছুটে গেল তাহলে কি করব আর যদি দুজন বা আরও বেশি লোকের একসাথে ছুটে তাহলে কি করণীয় জামাতে আদায় করব বটে কিনতু দুরাকাত না চার রাকাত

উত্তর

জুমুআর নামায ছুটে জোহরের চার রাকআত আদায় করতে হবে।