ফজরের নামাজের জন্য মসজিদে গিয়ে দেখি জামাত শুরু হয়ে গিয়েছে, এখন আমার কি করা উচিত জামাতে দাঁড়ানো না সুন্নত পড়ব, জামাতের পরে নাকি সুন্নত পড়া যায় না। কোনটি সঠিক, কোন ইমামের কি মত । জানালে খুশি হব।
উত্তর
একদল আলেম বলেছেন, জামাত শুরু হয়ে গেলে জামাতে শরীক হতে হবে। অন্যদল বলেছেন, যদি এক রাকয়াত ফরজ পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সুন্নত পড়তে হবে। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন রাহে বেলায়াত বইটি।