আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2617

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 মার্চ 2013

প্রশ্ন

আস্সালামু আলাইকুম মরহুম ড: আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এখন আর আমাদের মাঝে নেই, আল্লাহ তায়ালা তাকে জন্নাত দান করুন । (আমিন)
১। জনাবের নিকট আমার প্রথম প্রশ্ন হলো স্যারের অনুপস্থীতে কার নিয়ন্ত্রনে এই আস্সুন্নাহ ট্রাস্ট ওয়েব সাইট টি চলছে ! অর্থাৎ আমি যদি কোনো মাসয়ালা জিজ্ঞাস করি তাহলে সেটা কার মাধ্যমে জানতে পারবো?
২। দিতীয় প্রশ্ন হলো – মসজিতে জামাত চলা অবস্থায় যদি কারো অজু নষ্ট হয়ে যায় তাহলে তার করোনিয় কি? এবং ইমামের ক্ষেত্রেও

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্যার রহি. এর সময় যিনি প্রশ্নোত্তর লিখতেন এখন তিনিই লেখেন। এখানকার অন্যান্য আলেমদের পরামর্শ নিয়ে। ২। ইমাম সাহেব একজনকে সামনে এগিয়ে দিয়ে ওযু করে এসে মু্ক্তাদি হয়ে নামাযে শরীক হবে, আর মুক্তাদির ওযু নষ্ট হয়ে গেলে সেও ওযু করে নতুন করে নামাযে শরীক হবেন।