আসসালামু আলাইকুম,জনাব আমি একটি মাছালা জানতে চাই চার রাকাত মধ্য 2য় রাকাতে যখন বৈটাকে জাই তখন আত্তাহিয়াতু পড়ার পর যদি দোরুদ পড়ি অর্থ( আল্লাহ হুল্লমা সাল্ললি আল্লা,,,,) তার উঠে আর বাকি দুই রাকাত পরার পর সালাম পিরানো আগে সহী সিজাদা করতে হবে কি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, সাজদায়ে সাহু করতে হবে।