assalamu aalikum কোন মুসল্লি যদি ইমামের আমলগত ও তেলাওয়াতের ত্রুটি দেখা যায়, তাহলে এই ইমামের পেছনে সালাতের বিধান কি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। যদি তেলাওয়াতে এমন ভুল হয় যে, অর্থ পাল্টে যায় তাহলে তার পিছনে সালাত হবে না। আমলগত ত্রুটির কারণে জামাত ত্যাগ করা যাবে না তবে পাশে কোন মসজিদের ইমাম আমলে ভাল হলে সেখানে সালাত আদায় করা উত্তম হবে।