আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2542

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 জানু. 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। শরিয়ত, মারিফত, তারিকত, হাকিকত বিশয়ে বিস্তারিত জানালে খুশি হব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।ইলমে শরিয়ত,ইলমে মারিফত, তরিকত ও হাকিকত এবিষয়গুলো পরিভাষা হিসেবে রূপ লাভ করেছে তাবেয়ী, তাবে-তাবেয়ীদের যুগের অনেক পরে সুফিজম থেকে। তবে ওই সময়ে এ পরিভাষাগুলো ভালো উদ্দেশ্যে তৈরি হলেও ক্রমে ক্রমে বিকৃত হয়ে বর্তমানে এগুলো ভন্ড সাধু ও ভন্ড পীরদের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইসলাম বিকৃতকারী যৌনবাদী ভন্ডরা এসব পরিভাষার অপব্যাখ্যা করে সাধারণ মানুষকে প্রতিনিয়ত গোমরাহ করছে।