As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2522

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 ডিসে. 2012

প্রশ্ন

আসসালাতু আলাইকুম। হুজুর কোন মেয়ের (বয়স ৩০+)যদি তালাক হয় এবং তার দেনমহর আদায় করে নেয়। এই দেনমহর এর মালিক কে হবে, মেয়েটি হবে নাকি তার বাবা বা পরিবারের কেউ হবে?
মেয়ের পুনরায় বিয়ে হবার আগ পর্যন্ত ভরনপোষন এর জন্য কি তার বাবা বা পরিবারের অন্য কেউ এই দেনমহরের টাকায় কি অধিকার খাটাতে বা এর জন্য কোন রকম মানসিক চাপ প্রয়োগ করতে পারবে যদিও মেয়েটি না চায়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দেনমোহরের হকদার মেয়ে নিজে। কেউ তাকে চাপ দিতে পারবে না।