আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2521

শিরক-বিদআত

প্রকাশকাল: 24 ডিসে. 2012

প্রশ্ন

আমাদের এলাকায় অনেকের বাড়িতে আসন ঘর ( যেখানে সিজদাহ করা হয়, বিভিন্ন হাদিয়া দেয়, তারা বলে এখানে নাকি জিন আছে, যাকে খেতে দেয় বিভিন্ন জিনিস) নির্মাণ করা হয়। অনেকের বাড়িতে অনেক আগে থেকেই এগুলো রয়েছে। প্রায় সবাই এগুলো বিশ্আস করে। এগুলো উপলক্ষে সিন্নি করে। অনেকের বাড়িতে বট গাছ আছে। এগুলো সব মুসলিম বাড়িতে। কয়েক দিন আগে আরেকটি নির্মাণ করা হয়েছে। যেখানে নাকি মুর্তি আনা হয়েছে। অনেকে দেখেছে। মুর্তগুলো ছোট পুতুলের মত। অনেকে ওখানে হাদিয়া দেয়। সিজদাহ করে। সিন্নি করে। কেউ এর বিপক্ষে নাই। দু- একজন ব্যতিত সবাই এগুলোর সাথে সম্পৃক্ত । আমরা তিন জন মিলে নষ্ট করতে চাই। ভেঙে ফেলতে চাই গোপনে। কিন্তু মনে করি, আবার তো নির্মাণ করবে। কেউ আমাদের দু-একজনের কথা শোনে না। একবার ভেঙে ফেললেও তো আবার নির্মাণ করবে। আবার গ্রামে তো শুধু একটি না আরো আছে। এক্ষেত্রে করনীয় কি? একটু বিস্তারিত বললে উপকৃত হব।

উত্তর

এগুলো সম্পূর্ণ শিরক। আপনার দায়িত্ব মানুষকে বুঝানো। সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করা। সঠিক ইসলামের দাওয়াত দেয়া। মূর্তি ভাঙ্গা আপনার কাজ নয়। আশা করি বুঝতে পেরেছেন।