আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2485

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 নভে. 2012

প্রশ্ন

আযানের সময় যখন মুহাম্মদুর রসুলুল্লাহ বলা হয় তখন সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা হয় ৷ এটা কি সুন্নত ৷

উত্তর

রাসূলুল্লাহ সা. বলেছেন, إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ ، فَقُولُوا كَمَا يَقُولُ الْمُؤَذِّنُ যখন আযান শুনবে তখন মুয়াজ্জিন যা বলবে তোমরা তাই বলবে। সহীহ বুখারী হাদীস নং ৬১১। সহীহ মুসলিম,হাদীস নং ৭২০। সুতরাং মুয়াজ্জিন আযানে যা যা বলবে তার সাথে তাই বলতে হবে, শুধুমাত্র হাইয়্যা আলাস সালাহ ও হাইয়্যা আলাল ফালাহ যখন বলবে তখন জবাবে সেটা না বলে বলতে হবে, لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ উচ্চারণঃ লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ। অর্থঃ আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই। সহীহ সহীহ মুসলিম, হাদীস নং ৮৭৬ এটা হচ্ছে আযানের জবাব দেওয়ার পদ্ধতি। আযানের জবাব দেওয়া গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ক্বাদকা মাতিস সালাহ এর জবাবে আক্বা-মাহাল্লা-হু ওয়া আদা-মাহা বলার বর্ণিত হাদীসটিকে শায়খ আলাবনী রহ.যঈফ। বলেছেন, সুনানু আবু দাউদ, হাদীস নং৫২৮। সুতরাং আযানের সময় যখন মুহাম্মদুর রসুলুল্লাহ বলা হয় তখন সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা সুন্নত নয়। আশা করি বুঝতে পেরেছেন।