আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2486

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 19 নভে. 2012

প্রশ্ন

বিভিন্ন মাযারে মানত করা এটা কি ঠিক৷
একটু বিস্তারিত বললে উপকৃত হব৷

উত্তর

মানত পূরণ করা একটি ইবাদত। তাই মানত করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। মানত পূরণ করতে হবে তারই সন্তুষ্টি অর্জনের নিয়তে। সুতরাং কোনো ওলীআল্লাহ, পীর-বুযুর্গ, নবী-রাসূলদের নামে মানত করা যাবে না। মানত করলে তা শিরক হবে। অত্যন্ত দু:খজনক বিষয় হল, এখন মুসলমানেরা শুধু মৃত ওলী-আউলিয়া, পীর-দরবেশের নামে মানত করে তৃপ্ত নয়, বরং তাদের মাজারের কচ্ছপ, কুমির, মাছের নামেও মানত করে থাকে। কতবড় নিকৃষ্ট শিরকের দিকে আমাদের জাতি ধাবিত হচ্ছে। শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামীন মুসলিম জাতিকে রক্ষা করুন। বিস্তারিত জানতে শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. এর আকীদা এবং ইহইয়াউস সুনান বই দুটি পড়বেন। এবং নিচের লিংকেও বিস্তারিত পাবেন। http://www.quraneralo.com/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A4/