আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2386

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 11 আগস্ট 2012

প্রশ্ন

হযরত আমি ছোট কাল থেকে যখন আমার বয়স ১ কিংবা ২ তখন থেকে আমি অমার মামা ও মামির কাছে মানুষ হয় এবং আমার বাবা ও মার পরিচয় তাদের ই পরিচয় দেই। কাগজ ও কলমে তারা আমার মা ও বাবা কিন্তু হাদিস এ আছে নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতার পরিচয় দেওয়া যাবে না এ ক্ষেএে আমার করণিয় কি। আমার মা বেচে আছে বাবা কিছু বছর আগে মারা গেছে

উত্তর

আপনি তাদের কাছে মানুষ হয়েছেন ঠিক আছে, কিন্তু পরিচয় দেবার সময় নিজ পিতা-মাতার পরিচয়ে পরিচয় দিবেন।কাগজ কলমে মূল পিতা-মাতার পরিচয় দিবেন। যেগুলো হয়ে গেছে সেগুলো সংশোধনের ব্যবস্থা করা সম্ভব হলে করবেন।