আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2387

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 12 আগস্ট 2012

প্রশ্ন

২.একটি তারে যেখানে কাপড় ধোয়ার পর শুকাতে দেই সেখানে যদি কিছু নাপাকী লাগে এবং সেটা পরিষ্কার করতে ভুলে যাই তাহলে সেই নাপাকী যখন শুকিয়ে যায় তখন এর উপর ভিজা কাপড় রাখলে কাপড়টি নাপাক হয়ে যাবে সেয়াতা যানি। কিন্তু তারটি যদি বারবার শুকিয়ে যায় আর সেখানে বারবার ভিজা কাপড় রাখি তাহলে কি কাপড় বার বার নাপাক হয়ে যাবে?

উত্তর

সাধারণত এক বা দুবার ভিজা কাপড় শুকানোর দ্বারা তার পবিত্র হয়ে যাওয়ার কথা। এরপর কাপড় শুকালে আর নাপাক হবে না।