আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2367

বিবিধ

প্রকাশকাল: 23 জুলাই 2012

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমার কথার জড়তা আছে সোজা বাংলায় যাকে বলে তোতলামি। এটার জন্য আমি ঔষধ খেয়েছি অনেক, ঔষধ খাওয়াকালিন কমে কিন্তু ভালো হয় না। বাজারের প্রচলিত কিছু বই এ তোতলা রোগের জন্য মুসা (আঃ) কে আল্লাহ যে দোয়া শিক্ষা দিয়েছিলেন (রব্বিশ রহলি, সদরি, ওয়াস-সিরলী, আমরী, ওয়াহ্লুল উক্বদাতাম মিল-লিসানি, ইয়াফকাহু ক্বউলি) সেই দোয়া প্রতি নামাজের শেষে ২১ বার পড়তে বলা হয়েছে। উল্লেখিত নিয়মে দোয়াটি আমল করলে তোতলামি অনেকটাই কমে যায় কিন্তু সম্পূর্ন সারে না। আবার কোন দিন যদি আমল না করি তাহলে আবার বেড়ে যায়। তোতলামি একবারে সেরে যাওয়ার কি কোন আমল আছে? মেহেরবানি করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উক্ত দুআ পড়তে থাকুন এবং আল্লাহর কাছে দুআ করতে থাকুন। তোতলামি থাকলে বড় ধরণের কোন সমস্যা হয় তা তো না। সুতরাং এই নিয়ে খুব টেনশান করার প্রয়োজন নেই। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন।