আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2366

হালাল হারাম

প্রকাশকাল: 22 জুলাই 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
১। আমরা জানি কারো অসাক্ষাতে তার দোষের কথা বললে গীবত কিন্তু যদি এমন হয় কারো সামনে তার সত্য দোষের কথা বললে সে কষ্ট পায় তাহলে কি সেটা গীবত হবে?
২।অনেকে বলেন হাঁস মুরগির গলায় যে রগ থাকে তা হারাম, এই টাইপ আরো অনেক কথা প্রচলিত আছে।হালাল খাবারে কি আসলে কোনো হারাম অংশ থাকে?
৩। ওয়াশিং মেশিন-এ নাপাক কাপড় ধুলে কি পাক হবে? জাজাকাল্লাহু খায়ের

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। একটি হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন,الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ প্রকৃত মুসলিম সে যার হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। সহীহ বুখারী, হাদীস নং ১০। কারো সামনে তার সত্য দোষের কথা বললে সে কষ্ট পেলে সেটা গীবত হবে না, তাবে হাদীসের ভাষায় আপনি প্রকৃত মুসলিম হতে পারলেন না, কারণ আপনার মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকলো না। ২। না, এই কথা ঠিক নয়। মুরগির গলার কোন কিছু হারাম নয়। গরু-ছাগলের যে সব অংশ খাওয়া হারাম তা জানতে দেখুন আমাদের দেয়া 2250 নং প্রশ্নের উত্তর। ৩। হ্যঁ, হবে। পবিত্র পানি দ্বারা ধুতে হবে।