আসসালামুয়ালাইকুম
আমার প্রশ্ন নাম্বার (2476) এর উত্তরে আপনি বলেছিলেন
তওবা করলে শিরকের গুনাহ মাফ হবে। সুতরাং শিরক করলে তওবা করতে হবে। আমার প্রশ্ন হছে শিরকের গুনাহ মাফের জন্য তওবা করার কোন বিশেষ নিয়ম আছে কি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। না, বিশেষ কোন নিয়ম নেই। পূর্বের কাজের জন্য অনুতপ্ত হয়ে, ভবিষ্যতে এটা আর কোন দিন করবে না, এই নিয়তে তওবা করলে আল্লাহ তায়ালা মাফ করে দিবেন ইনশাআল্লাহ।