আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2355

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 জুলাই 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। মসজিদে নামাজের পরে মালাদ ও দুআ মাহফিলের বৈধতা সম্পর্কে জানতে চাই এবং সেই সাথে জিলাপি, মিস্টি দেওয়া ও খাওয়ার হুকুম কি? সুন্নাতে খাতনা কে কেন্দ্র করে তাতে দাওআত খাওআর হুকুম কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুআ করতে তো বাধা নেই। তবে দুআকে কেন্দ্র করে খাওয়া-দাওয়া সুন্নাহ স্বীকৃত বিষয় নয়।সুন্নাতে খাতনাও না করা উচিত। এই ধরণের অনুষ্ঠান ইসলাম কর্তৃৃক স্বীকৃত নয়্। বিস্তারিত জানতে দেখুন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত এইইয়াউস সুনান বইটি।