আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2354

অর্থনৈতিক

প্রকাশকাল: 10 জুলাই 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। বাংলাদেশে কি হুন্ডি এবং ভি ও আই পি ব্যবসা হালাল নাকি হারাম? যদি হারাম হয়ে থাকে তাহলে বিস্তারিত বলবেন দয়া করে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা যতদূর জানতে পেরেছে হু্ন্ডি হলো সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অর্থ লেনদেনের একটি ব্যবস্থা। সরকারকে ফাঁকি দেয়ার কারণে এটা জায়েজ হবে না। আর ভি ও আই পির ব্যবসার বিষয়ে ইন্টারনেট থেকে জানতে পেরেছি আমাদের দেশে বৈধ অবৈধ দুই ধরনের VOIP রয়েছে। একটা হলো সরকার অনুমোদিত আরেকটি সরকার কর্তৃৃক অনুমোদিত নয়, অবৈধ। সরাকার কর্তৃক অনুমতি না থাকার কারণে অবৈধ আর ভি ও আই পি ব্যবসা হালাল নয়। সরকার কর্তৃক অনুমোদিত আর ভি ও আই পি ব্যবসা জায়েজ।