আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2271

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 এপ্রিল 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম। মুহাতারাম,দুনিয়াবি জায়েজ কাজের পর (ফরয ইবাদত এর পর) নফল হিসাবে কনটা উত্তম। দাওয়াত, ইসলামি ইলম জানা, সালাত নাকি অন্য কন আমল।দলিল সহ জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দেখুন অবস্থার ভিন্নতার ক্ষেত্রে ফরজ নামাযের পর নফল কাজ হিসেবে কোনটি হবে সেটা পাল্টাতে পরে। তবে একটা হাদীসে ফরজ নামাযের পর পিতা-মাতার খেদমতের কথা বলা হয়েছে। হাদীসটি হলো:عَبْدِ اللهِ ، قَالَ : سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللهِ قَالَ الصَّلاَةُ عَلَى وَقْتِهَا قَالَ ثُمَّ أَيُّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قَالَ ثُمَّ أَيُّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, আমি নবী স. কে প্রশ্ন করলাম, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? তিনি বললেন, সালাত। আমি বললাম, তারপর তিনি বললেন, পিতা-মাতার সাথে ভাল ব্যবহার। আমি বললাম, তারপর তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ। সহীহ বুখারী, হাদীস নং ৫৯৭০।