আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2270

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 17 এপ্রিল 2012

প্রশ্ন

Assalamu alikum,, . 1) Kobore khejurer dal putar bidhan kuran-sunnaher aloke janaben?
2) 1 ti gorute akika koiti nam dea jabe?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কবরে খেজুর বা কোন গাছের ডাল দিতে হবে এমন কথা কুরআন-সুন্নাতে নেই। ২। আকীকা ছোট পশু দিয়ে করা সুন্নাত। গরু দিয়ে করলে জায়েজ হবে বলে অনেক আলেম মনে করেন। সেক্ষেত্রে ৭ টি ভাগ হবে। ছেলেদের ২ ভাগ এবং মেয়েদের এক ভাগ করে দিতে হবে।