আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2258

আকীকা

প্রকাশকাল: 5 এপ্রিল 2012

প্রশ্ন

আকীকা কি 7,14,21দিন এর মধ্যে করতে হবে? যাদের পিতামাতা এখনো আকীকা করেনি তাদের ক্ষেত্রে নিজে বড় হয়ে আকীকা দিতে পারবে কি? বয়স এখন 25 বছর৷ সহী হাদীসের আলোকে জানাবেন প্লিজ৷

উত্তর

উক্ত দিনের মধ্যে আকীকা করা সুন্নাত। পরে করলে সময়ের সুন্নাত আদায় হবে না। তবে না জায়েজ নয়।