আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2257

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 এপ্রিল 2012

প্রশ্ন

AS SALAMU ALAIKUM.SIR AMAR VAIPO GOTO 2 BOCHOR HOLO MARAGACHE .TAR BOYOS CHILO 2 BOCHOR.GOTO 25 DECEMBER TAR MRITHU BARSHIKI CHILO.TAI AMADER BARITESEI UPOLOKHE OI DIN DUPURBELETE PARAR SOB BACCHA DER ABONG AMADER KICHU ATTIYODER KHANO, KICHU FOKIR KHAWANO HOYECHILO.ABONG ASER BAD SOYAB RASANI KORECHE AK MOULANA SAHEB.ABON OI MOULANA SAHEB OIDIN 1 KHOTOM KORAN PORE CHILO OI UDDESHE.ATA KOTOTA THIK PLZ SUNNAH DARA BISTARITO BOLBEN

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কাজ কিছু ভাল হয়েছে আর কিছু না হলে ভাল হতো। মৃত্যু বার্ষিকী পালন করা যাবে না। এমনিতেই আপনি মানুষদেরকে তার সওয়াবের উদ্দেশ্যক করে দান-সদকা করতে পারেন, গরীবদেরকে খাবার খাওয়াতে পারেন। দ্বিতীয়ত অন্য কাউকে দিয়ে কুরআন খতমের কোন হাদীস নেই। এবং এমন করলে সওয়াব পাওয়ারো কোন কথা নেই। সওয়াব রেসানি করা লাগে না এমনিতেই সওয়াব তার আমলনামাতে চলে যায়। আশা করি উত্তর পেয়েছেন।