আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2239

নামায

প্রকাশকাল: 17 মার্চ 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রমাতুল্লাহ।আমার কনো কোনো রাকাতে রুকু সিজদাহে তাজবিহ গননা ভুল হয়ে যাই, একি পরিমাণ থাকে না।১ম সিজদাহে ৩ বার আর ২ য় বারে ৫ বার হয়।নামাজের কোন সমস্যা হবে কিনা জানতে চাই। ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামাযের কোন সমস্যা হবে না।