আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2238

নামায

প্রকাশকাল: 16 মার্চ 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম,,। ১)জামাতে নামাজের কতটুকু পেলে ঐ রাকাত পাব? ২)আমি একটি বিষয়ে আকটু বিস্তারিত জানতে চাই, একাকি নামাজে সবই আমি পড়বো।যখন জামাতে পরি তখন কোন কোন তা আমি পড়বো ।যখন আমি ইমাম হব তখন কি কি আমি পড়বো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রুকু পেলে ঐ রাকআত পেয়েছে বলে গণ্য হবে। নিচের হাদীসটি দেখুন: .عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم – إِذَا جِئْتُمْ إِلَى الصَّلاَةِ وَنَحْنُ سُجُودٌ فَاسْجُدُوا وَلاَ تَعُدُّوهَا شَيْئًا وَمَنْ أَدْرَكَ الرَّكْعَةَ فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ আবু হুরায়রা রা. থেকে বর্ণিত তিনি বলেছেন,রাসূল সা. বলেছেন, আমরা সিজদায় থাকাকালীন যখন তোমরা নামাযে আসবে তখন তোমরা সিজাদাহ করবে আর ওটাকে রাকয়াত হিসাবে গণনা করবে না। এবং যে ব্যক্তি রুকু পেল সে নামায তথা রাকয়াত পেল । সুনানে আবু দাউদ: হাদীস নং ৮৯৩, সহীহ ইবনু খুজায়মা: হাদীস নং ১২১। মুসতাদরকে হাকেম: হাদীস নং ৭৮৩। হাফেজ জাহাবী হাদীসটিকে সহীহ বলেছেন। হাকেম রহ. বলেছেন, বলেছেন সহীহুল ইসনাদ। শাইখ আলবানী হাদীসটিকে হাসান বলেছেন। এই হাদীসটি সম্পর্কে বিস্তারিত জন্য দেখুন, সহীহ আবু দাউদ:হাদীস নং ৮৩২। বিস্তরিত জানতে দেখুন আমাদের দেয়া 0068 নং প্রশ্নের জবাব। ২। যখন আপনি একাকী নামায পড়বেন এবং ইমাম হবেন তখন নামাযে যা যা পড়তে হয় সব পড়বেন। আর যখন ইমামের পিছনে পড়বেন তখন সূরাগুলো বাদে সব কিছু পড়বেন। প্রয়োজনে 01734717299