আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2237

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 15 মার্চ 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। কবর জিয়ারতের সময় আমরা ১মে সালাম দিয়ে, কবরের পাশে দাড়াই, তারপর সুরা ফাতিহা ১ বার, সুরা ইখলাস ৩ -৫ বার পড়া হয়, কয়েকবার দরুদ পরে, উপথিত সবাই কে নিয়ে হাত তুলে কিছু আরবি, কিছু বাংলা মিশিয়ে মুনাজাত করে থাকি, এই গুলো কি সুন্নাহ সম্মত?
ঐ দুয়ার মধ্যে আমরা বলি, হে আল্লাহ এই এই সুরা পরার যা সওয়াব হয় তা ১ম নবী রুহ মুবারকে পোছে দাও ।আমি এ সম্পরকে রাসুল (স) এর সুন্নাত জানতে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। (স্যর রহি. এর তত্বাবধানে লিখিত 0077 নং প্রশ্নের উত্তরটি এখানে দিয়ে দিলাম। ) কবর জিয়ারতের সময় কুরআন তেলাওয়াতের বিষয়টি সুন্নাহ সম্মত নয়। রাসূলুল্লাহ সা. কবর জিয়ারতের সময় কুরআন শরীফের কোন সূরাহ পড়েছেন এমন জানা যায় না। কবর জিয়ারত কিভাবে করতে হয় তা আমরা আবু বুরদাতা রা. থেকে বর্ণিত এই হাদীস থেকে জানতে পারি । তিনি বলেন, كَانَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ ، كَانَ قَائِلُهُمْ يَقُولُ : السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ ، نَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ রাসূলুল্লাহ সা. মানুষদেরকে শিক্ষা দিতেন, যখন তারা কবরের কাছে যাবে তখন বলবে, হে মূমিন, মুসলিম ঘরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ চাহে তো আমরাও তোমাদের সাথে মিলিত হবো। আমরা আমাদের জন্য এবং তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৫৪৭। শাইখ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন। সুতরাং কবর জিয়ারতের সময় কুরআন তেলাওয়াতের প্রয়োজন নেই।