আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2236

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 14 মার্চ 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। 1) যানাজার নামাজে কি সুরা ফাতেহা পড়তে হয়? আমরা তো আরবিতে নিয়ত করে, ছানা, দরিদ ও দুয়া পড়ে থাকি।
২) আমার জানার বিষয় হল, আরবিতে নিয়ত করা কি সুন্নাহ সম্মত কাজ?
৩) জানাজাই যাকিছু পড়া হয়ে থাকে, যেমন, ছানা, দরুদ, দুয়া এই গুলো কি শুধু ইমামের জন্যে নাকি সবার জন্যে জানতে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সাহাবীদের রা. থেকে জানাযার নামাযে সূরা ফাতিহা পড়া এবং না পড়া উভয় আমলই প্রমানিত। বিস্তারিত জানতে দেখুন শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত রাহে বেলায়াত বইটি। ২। নিয়ত হৃদয়ের বিষয়। মুখের বলার সাথে নিয়তের সম্পর্ক নেই। মুখে যে ভাষাতেই বলুন কথা একই। ৩। সবার জন্য।