আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2193

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 31 জানু. 2012

প্রশ্ন

আসসালামু আলাইলুম,,,। আমার প্রশ্ন, প্রচলিত আছে মুসাফার সময় হাত ঝাকাই এবং শেষে হাত বুকে লাগানোর কোন ভিত্তি কুরআন সুন্নাহতে আছে কি? আপনাদের ২২৯৮ উত্তর থেকে আমি বুকে হাত touch করার বিষয় স্পষ্ট কিছু পাইনি, তাই প্রশ্ন করলাম, দয়াকরে জানাবেন। জাযাকাল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, হাত ঝাকানো বা হাত মিলানোর কোন সহীহ দলীল নেই।