আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2194

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 ফেব্রু. 2012

প্রশ্ন

নামাজ বেহেস্তের চাবি এটি কি সহিহ হাদিস? দলিলসহ জানালে উপকৃত হবে।

উত্তর

হাদীসটির মূল পাঠ হলো:4 – [ حدثنا أبو بكر بن زنجوية البغدادي و غير واحد قال حدثنا الحسين بن محمد حدثنا سليمان بن قرم عن أبي يحيى القتات عن مجاهد عن جابر بن عبد الله رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم مفتاح الجنة الصلاة و مفتاح الصلاة الوضوء ] সুনানু তিরমিযী, হাদীস নং ৪ এবং মুসনাদু আহমাদ, হাদীসনং ১৪৭০৩ শায়খ শুয়াইব আর নাউত রহি. বলেছেন, হাদীসটির সনদ দুর্বল। আর শায়খ আলবানী রহি. বলেছেন, সহীহ লি গয়রিহী। تعليق شعيب الأرنؤوط : إسناده ضعيف لضعف سليمان بن قرم وأبي يحيى القتات قال الشيخ الألباني : صحيح لغيره শায়খ শুয়াইব আর নাউত রহি. বলেছেন, হাদীসটির সনদ দুর্বল। আর শায়খ আলবানী রহি. বলেছেন, সহীহ লি গয়রিহী।