আসছালামুয়ালাইকুম ডঃ খোন্দকার ;
প্রথমত আপনার জন্য দোয়া করি আল্লাহ্ আপনাকে দীর্ঘজীবী করুন। আমাদের বর্তমান সমাজে সঠিক পথ নির্দেশনার দেওয়ার জন্য আপনার মতো আলেম খুবই প্রয়োজন। আমার স্ত্রীর বড় বোন, উনার স্বামী মারা গেছেন প্রায় ২ বছর হল। তিনি এখন ওমরা হাজ্জ করার নিয়ত করেছেন। কিন্তু উনি দ্বিধা দন্দে ভুগছেন যে উনি একাকি ওমরা করতে যেতে পারবেন কিনা? নাকি কাউকে সাথে নিতে হবে। আমার একটি প্রশ্ন হল উনি কিভাবে ওমরা পালন করবেন? বা কাউকে সাথে নিতে হবে কিনা? যদি বিস্তারিত জানাতেন তাহলে খুবই উপকার হতো। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। ফাইসাল আহমাদ, ০১৯৭৮৮৪৬৭৬১