আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2146

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 ডিসে. 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম। দয়া করে আমার একটা প্রশ্নের উওর দিবেন। “আমরা যখন ঈমামের পিছনে ফরজ সালাত আদায় করবো তখন আমাদের কি যোহর এবং আসর সালাতে নিশ্চুপে সূরা ফাতিহা বা তার সাথে অন্য সূরা পাঠ করতে হবে কিনা আর বাকিঁ সালাত যেমন, ফজর, মাগরিব এবং এশা ওয়াক্তের যে দুই বা এক রাকাতে ইমান নিশ্চুপে সূরা ফাতিহা পাঠ করেন তখন কি আমাদের ও কি নিশ্চুপে পাঠ করতে হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জোহর ও আসরের সালাতের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা পড়া যায় আবার না পড়লেও অনেকের মতে সমস্যা নেই। অন্যান্য সালাতের শেষ দুই রাকাতে পাঠ করার দরকার নেই। এই বিষয়ে স্যার রহ. এর একাধিক ভিডিও ক্লিপ আছে। সেগুলো ইউটিউব থেকে দেখে নিতে পারেন।