প্রশ্ন-শায়েখ( রহ:) এক প্রশ্ন উত্তরে বলছেন উম্মুদারদাহ একজন মশহুর মহিলা সাহাবী ছিলেন তিনি পুরুষদের মত নামাজ পড়তেন। একজন হানাফী আলেম শায়েখের এই কথার ভুল ধরে তাকে মিথ্যাবাদি আহলে হাদীস প্রমানের চেষ্টা করেছেন। ভুলটা হল উম্মুদারদা সাহাবী ছিলেন না তিনি ছিলেন তাবী। মাায়েখকে একজন গবেষক আলেম হিসেবে জানতাম তিনি একজন তাবীকে সাহাবী হিসেবে চালিয়ে দিবেন একথা মানতে কষ্ট হচ্ছে,এব্যপারে আপনাদের মতামত জানালে উপকৃত হব। (জাযাকাল্লাহ)