আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2119

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 নভে. 2011

প্রশ্ন

হুজুর আস্ সালামুআলাইকুম- আমার প্রশ্ন দুই হচ্ছে-
(১) আমরা জামাতে ফরজ নামাজ আদায় করার পর ঈমাম সাহেব যে সম্মিলিত মোনাজাত করেন। এটা করা জায়েজ কিনা? যদি যায় তবে কুরআন এবং হাদিসের সূত্রগুলি উল্লেখ করবেন অনুগ্রহ করে।আমি বা যেন কোন ব্যাক্তি নিজ নিজ ভাবে দুহাত তুলে এই মোনাজাত করতে পারবে কি? যদি তাও না যায় তাহলে আসলে দোওয়ার সঠিক পদ্ধতি গুলি কিকি?
(২) আমরা যখন বাংলায় তাফসীর পড়ি তখন যদি সিজদার আয়াত এসে যায় তখন কি অবশ্যই সিজদা আদায় করতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে আমাদের দেয়া 0019 নং প্রশ্নের উত্তর দেখুন। ২। যদি কুরআনের আয়াত আরবীতে পড়েন তাহলে সাজদা করতে হবে বাংলাং অর্থ পড়লে নয়।