আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2118

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 নভে. 2011

প্রশ্ন

মুহতারাম, আসসালামু আলাইকুম ! আমি জেনেছি যে, ফরজ সালাত ব্যাতিত অন্য সব নামাজ ই নফল। মন্তব্যঃ জানাবেন। সুন্নাত / নফল সালাত আদায়ের ক্ষেত্রে মনে মনে নিয়তটা সুন্নাত না নফল চিন্তা করবো? বুঝিয়ে বলুন দোয়া করে। জাযাকাল্লাহু খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, ফরজ ব্যাতিত সব নামাযই নফল। তবে গুরুত্বের বিবেচনায় সুন্নাত বা নফল বলা হয়। সুতরং আপনি সু্ন্নাত বা নফল যে কোন একটি চিন্তা করলেই হবে।