হুজুর আস্ সালামুআলাইকুম- আমার প্রশ্ন দুই হচ্ছে-
(১) আমরা জামাতে ফরজ নামাজ আদায় করার পর ঈমাম সাহেব যে সম্মিলিত মোনাজাত করেন। এটা করা জায়েজ কিনা? যদি যায় তবে কুরআন এবং হাদিসের সূত্রগুলি উল্লেখ করবেন অনুগ্রহ করে।আমি বা যেন কোন ব্যাক্তি নিজ নিজ ভাবে দুহাত তুলে এই মোনাজাত করতে পারবে কি? যদি তাও না যায় তাহলে আসলে দোওয়ার সঠিক পদ্ধতি গুলি কিকি?
(২) আমরা যখন বাংলায় তাফসীর পড়ি তখন যদি সিজদার আয়াত এসে যায় তখন কি অবশ্যই সিজদা আদায় করতে হবে?