আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 207

সুন্নাত

প্রকাশকাল: 24 আগস্ট 2006

প্রশ্ন

মুহতারাম, আস সালামু আলাইকুম। আমার প্রশ্ন: ইসলাম সম্পর্কে জানা এবং হিদায়েত এর পথে চলার ক্ষেত্রে জাহাঙ্গির স্যার এর ভুমিকা আমার জীবনে ব্যাপক। স্যার এর সবগুল বই আমার সংগ্রহে আছে এবং আমি তা নিয়মিত অধ্যায়ণ করি। অতপর আমার জানার বিষয় হল:
১. ঈসলামের ইতিহাস সম্পর্কিত সবচেয়ে সহিহ বই কোনটি কোনটি?ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ঈসলামের ঈতিহাস মাওলানা আকবার শাহ খান নাজিদাবাদি বইটি কি পরা যাবে?
২. আমি PRIVATE JOB করি, বাছর দুই-তিনেক আগে নিয়ত করি যে জীবনের শেষদিন পুর্যন্ত কুরান হিফজ করতে থাকব….সেমতে চেষ্টা করে প্রাই ৬০ টি সুরা মুখস্ত করেছি (আলহামদুলিল্লাহ). কিন্তু যেহেতু আমি তহাজ্জুদ আদায় করকে পারি না এবং হিফজ করতে যথেষ্ঠ সময় লাগে, তাই এখন হিফজ মনে রাখা কঠি হয়ে গেছে। ফলে আমাকে নতুন হিফজ করার চেয়ে পুরাতনগুলো রিভাইজ করতে বেশি সময় দিতে হয়…এই অবস্থায় আমার করণীয় কি?
(আমার বয়স ৩২, আমি বিবাহিত এবং আমার ১টি ছেলে আছে যর বয়স ৭ বছর বাক্তিগত জীবনে দ্বীন-ইসলামপালনের ক্ষেত্রে পরামর্শ দিবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। হ্যাঁ, উক্ত বইটি পাঠ করা যেতে পারে। ২। আপনি কুরআন যতটুকু মুখস্ত করেছেন তা ভালভাবে মুখস্ত রাখুন। আর বাকিটুকু আপনার সামর্থনাযুয়ী হিফজ করার চেষ্টা করুন। এরপরও যদি কোন অংশ ভুলে যান তাহলে আশা করা যাই আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন।