আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 208

হালাল হারাম

প্রকাশকাল: 25 আগস্ট 2006

প্রশ্ন

মুহতারাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমাদের একটি হাফেজি মাদরাসা আছে, এখানকার বেশির ভাগ ছাত্রই এতিম। এটি বিভিন্ন কালেকশন, সাদাতাহ, মাদরাসার দোকান ও আমাদের অর্থ নৈতিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এখানে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং থাকার কারনে সাদাকার টাকা সহ অন্যান্য জিনিস জমা হয়। এক্ষেত্রে সাদাকার অর্থ মাদরাসা ও এতিমদের জন্য কোন কোন খাতে ব্যয় করা যাবে? বিস্তারিত জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাকাত, ফিৎরা, কুরবানীর চামড়া, মান্নতের টাকা অর্থাৎ যে গুলো গরীবদের হক সেগুলো তাদের জন্যই ব্যায় করতে হবে। যেমন তাদের খাবার, পোশাক, বইপত্র ক্রয় ইত্যাদি। এই টাকা দিয়ে মাদ্রাসার উন্নয়নমূলক কোন কাজ করা যাবে না। দোকানভাড়ার টাকা এবং অন্যান্য সাধারণ দানের টাকা দিয়ে মাদ্রাসার উন্নয়নমূলক কাজ (যেমন, ঘর-বাড়ি তৈরী) ও শিক্ষকদের বেতন দেয়া যাবে।